ব্যাডমিন্টনে বাজিমাত, সুইস ওপেন জিতল সাত্বিক-চিরাগ জুটি


বছরের প্রথম বিডব্লিউএফ খেতাব জিতল সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর ফের কামাল এই জুটির।

Image Credit source: Twitter

জুরিখ: আন্তর্জাতিক মঞ্চে অনবদ্য ভারতীয় ব্যাডমিন্টনের (Badminton) ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। গতবছর ভারতের ঐতিহাসিক থমাস কাপে জয়ে বড় ভূমিকা নিয়েছিল এই জুটি। এরপর কমনওয়েলথ গেমসে প্রথম বারের জন্য সোনা জয়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েন সাত্বিক-চিরাগ। ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সে বার। ২০২৩ সালেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ‘সাচি’ জুটি। রবিবার সুইস ওপেন (Swiss Open 2023) পুরুষদের ডাবলস ফাইনালের ম্যাচে নেমেছিলেন ভারতীয় সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। ফাইনাল জিতে ২০২৩ সালের প্রথম বিডব্লিউএফ খেতাব জিতে নিলেন চিরাগরা। চিনা প্রতিপক্ষ টাং কিউয়ান এবং রেন ইউ জিয়াং জুটির বিরুদ্ধে ২১-১৯, ২৪-২২ স্ট্রেট গেমে দাপুটে ম্যাচ জিতলেন। এই প্রথম সুইস ওপেন জয় চিরাগদের। বিস্তারিত TV9 Bangla– য়।

রবিবার সুইস ওপেন সুপার সিরিজ ৩০০ প্রতিযোগিতার পুরুষদের ডাবলসে সাত্বিকদের প্রতিপক্ষ ছিল চিনের জুটি টাং কিউয়ান এবং রেন ইউ জিয়াং। প্রত্যাশিতভাবেই ফাইনাল ম্যাচ শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। সাত্বিকরা প্রথম গেম জিতে যান ২১-১৯ ব্যবধানে। দ্বিতীয় গেমে কামব্যাক করার প্রবল চেষ্টা করে চিনা জুটি। কিন্তু ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের সঙ্গে পেরে উঠলেন না শেষ পর্যন্ত। ২৪-২২ ব্যবধানে দ্বিতীয় গেম জয়। একইসঙ্গে স্ট্রেট গেমে ম্যাচ জিতে প্রথম বার সুইস ওপেন জিতে নিলেন সাত্বিকরা। ম্যাচের আয়ু ৫৪ মিনিট।

২০২৩ সালের প্রথম খেতাব সাচি জুটির। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে হতাশ হয়েছিলেন সাত্বিকরা। এই জুটির সাফল্য ভারতীয়দের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। গতবছর ইন্ডিয়া ওপেন এবং ফরাসি ওপেন জেতেন সাত্বিক-চিরাগ। অল ইংল্যান্ডের ব্যর্থতা বাদ দিলে ফের স্বমহিমায় ব্যাডমিন্টনে ভারতের ব্যাডমিন্টনের শীর্ষ ডাবলস জুটি।



Leave a Reply