WPL: মেয়েদের আইপিএল এ বার দীপাবলিতে, পাকিস্তানকে টেক্কা দেবে WPL


মেয়েদের প্রিমিয়র লিগের দ্বিতীয় সিজন থেকে আমূল পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। বোর্ডের আশা এতে ডব্লিউপিএলের জনপ্রিয়তা বাড়বে দ্বিগুণ।

Image Credit source: Twitter

মুম্বই: মেয়েদের প্রিমিয়র লিগের (WPL) উদ্বোধনী সংস্করণ দারুণভাবে সফল হয়েছে। গ্যালারিতে গিয়ে মেয়েদের চিয়ার করেছেন ভারতের ক্রিকেট সমর্থকরা। আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হওয়ার আগে মেয়েদের প্রিমিয়র লিগ ব্যস্ত রেখেছিল তাঁদের। প্রথম সংস্করণেই মেয়েদের প্রিমিয়র লিগ সুপারহিট হয়ে যাওয়ায় দ্বিগুণ উৎসাহে পরের বছরের ডব্লিউপিএল আয়োজন করতে চায় বিসিসিআই (BCCI)। এর জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বছরের আইপিএল ও ডব্লিউপিএল আয়োজনের সময়ের মধ্যে পার্থক্য রাখতে চায় বিসিসিআই। বোর্ডের ইচ্ছে উৎসবের মরসুমে মেয়েদের প্রিমিয়র লিগ আয়োজন করার। গোটা দেশ যখন দীপাবলির উৎসবে মেতে উঠবে, তখন একইসঙ্গে ক্রিকেটের তড়কা আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

এই বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, পরের মরসুম থেকে অ্যাপেক্স ক্রিকেট কাউন্সিল অক্টোবর-নভেম্বর মাসে মেয়েদের প্রিমিয়র লিগ আয়োজন করার কথা ভাবছে। তিনি বলেন, “ডব্লিউএলকে আগামী মরসুম থেকে হোম-অ্যাওয়ে ফরম্যাটে দীপাবলির সময় আয়োজিত করার কথা ভাবা হচ্ছে। মেয়েদের ক্রিকেটের বেস ভিউয়ার রয়েছে। আশা করছি এই সংখ্যাটা আগামী দিনে বাড়বে। আগামী ডব্লিউপিএলে আরও বেশি সংখ্যক মানুষ ডব্লিউপিএল দেখতে আসবে বলে আশা করি।”

ডব্লিউপিএলের প্রথম সংস্করণ খেলা হয়েছে একটি শহরে। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম এবং ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। ৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলা এই টুর্নামেন্টের বিজয়ী মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম সিজন একটি শহরে হলেও পরের মরসুম থেকে হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে টুর্নামেন্ট। আইপিএলের মতোই হোম গ্রাউন্ডে খেলার ফায়দা তুলতে পারবে টিমগুলি। আইপিএলের ধাঁচে ডব্লিউপিএলকে গড়ে বিশ্বের অন্যান্য দেশের মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলিকে টেক্কা দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

Leave a Reply