WTC FINAL 2023, AUS vs IND : আইপিএলে ভালো পারফরম্য়ান্সের সৌজন্য়ে অনেকেই জাতীয় দলে প্রত্য়াবর্তন করেন। আইপিএল শেষেই বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের মতো দুই ক্রিকেটারকে পাচ্ছে না ভারত। মিডল অর্ডারে রাহানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাহানে যে ফর্মে রয়েছেন, টেস্টে ফের তাঁর জন্য দরজা খুলতেই পারে!
Image Credit source: twitter, FILE
কলকাতা : জাতীয় দলে ব্রাত্য। গত দু-মরসুমে আইপিএলেও তেমন সাফল্য নেই। ধারাবাহিক সুযোগও পাচ্ছিলেন না অজিঙ্ক রাহানে। চোটের নামেও অনেক বার টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তবে ২০২২ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু-ম্য়াচের টেস্ট সিরিজে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল অজিঙ্ক রাহানেকে। সেই সিরিজে রাখা হয়নি চেতেশ্বর পূজারাকেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের তৎকালীন দল নির্বাচক প্রধান চেতন শর্মা জানিয়েছিলেন, নতুনদের দেখে নিতে চান। রাহানে-পূজারার জন্য় দরজা খোলা। চেতেশ্বর পূজারা ফের টেস্ট দলে ঢুকলেও সুযোগ মেলেনি অজিঙ্ক রাহানের। গত বছরের শেষ দিকে বাংলাদেশ সফরেও রাহানে সুযোগ পাননি। দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে দল নির্বাচক প্রধান কার্যত রাহানে প্রসঙ্গ এড়িয়ে যান। বারবার একটাই জবাব ছিল, সকলের জন্যই দরজা খোলা রয়েছে! তাহলে রাহানেকে কেন দলে রাখা হয়নি, তার কারণ অবশ্য দেননি নির্বাচক প্রধান। এ বার কি সুযোগ মিলতে পারে? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছর শ্রীলঙ্কা সফরের আগে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানেই শুধু ফর্ম হারিয়েছিলেন তা নয়। তালিকায় ছিলেন বিরাট কোহলিও। বিশ্বের অন্য়তম সেরা ব্য়াটার বিরাটকে অবশ্য সুযোগ দিয়ে যাওয়া হয়। তিন ফরম্য়াটেই সেঞ্চুরির খরা চলছিল বিরাটের। অবশেষে প্রায় তিন বছরের ব্য়বধানে এশিয়া কাপে সেঞ্চুরির খরা কাটে বিরাট কোহলির। এরপর ওয়ান ডে ক্রিকেট এবং টেস্টেও শতরান করেছেন। ২০২২-এর মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে দু-ম্য়াচের টেস্ট সিরিজ খেলে ভারত। প্রথম টেস্টটি ছিল বিরাট কোহলির মাইলফলক ম্যাচ। মোহালিতে শততম টেস্টে নেমেছিলেন বিরাট। সেই সিরিজে রাহানে-পূজারা দু-জনকেই ‘বিশ্রাম’ দেওয়া হয়। পূজারা দলে ফেরেন দ্রুতই। অজিঙ্ক রাহানে ব্রাত্যই থেকে যান। ঘরোয়া ক্রিকেটে খেলেন রাহানে। রান পেলেও রাহানে অবশ্য জানিয়েছিলেন- জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে তিনি ভাবছেন না, সেটি তাঁর হাতে নেই। তাঁর কাজ পারফর্ম করে যাওয়া।
এ বারের আইপিএলের আগেও রাহানের ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিল। মিনি অকশনে অবিক্রীতই ছিলেন জিঙ্কস। দ্বিতীয় রাউন্ডে তাঁকে বেস প্রাইজে নেয় চেন্নাই সুপার কিংস। তাতেও প্রশ্ন ছিল। আদৌ সুযোগ পাবেন তো রাহানে! আইপিএল শুরুর কয়েক দিন আগে নিজেদের মধ্যে একটি প্র্য়াক্টিস ম্য়াচ খেলে চেন্নাই সুপার কিংস। ডেভন কনওয়ে, শিবম দুবে, মইন আলিরা দু-বার ব্যাট করলেও সুযোগ পাননি রাহানে। তিনি থ্রো ডাউনে একাকি অনুশীলন করেন। আইপিএলের শুরুতে চেন্নাই জার্সিতে প্রথম দু-ম্য়াচে সুযোগ পাননি। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অবশেষে সুযোগ মেলে। প্রথম ম্য়াচেই বাজিমাত। রান তাড়ায় নেমে ইনিংসের চতুর্থ বলেই আউট ওপেনার ডেভন কনওয়ে। তিনে ব্য়াট করতে নামেন রাহানে। তাঁর হোম গ্রাউন্ড। মাত্র ২৭ বলে ৬১ রানের ইনিংস। ইডেন গার্ডেন্সে ২৯ বলে ৭১ রানের ইনিংস। পাঁচ ম্য়াচে দুটি অর্ধশতরান সহ মোট ২০৯ রান। স্ট্রাইকরেট প্রায় ২০০! এ বারের আইপিএলে ৩৪ ম্য়াচ শেষে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট রাহানেরই। কেকেআরের বিরুদ্ধে তাক লাগানো কিছু শটও খেলেছেন রাহানে।
আইপিএলে ভালো পারফরম্য়ান্সের সৌজন্য়ে অনেকেই জাতীয় দলে প্রত্য়াবর্তন করেন। আইপিএল শেষেই বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল। লন্ডন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যেতে পারে। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের মতো দুই ক্রিকেটারকে পাচ্ছে না ভারত। ফলে মিডল অর্ডারে রাহানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। টানা দ্বিতীয় বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গত বার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। রাহানে যে ফর্মে রয়েছেন, টেস্টে ফের তাঁর জন্য দরজা খুলতেই পারে!