জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে LSG vs MI এর এলিমিনেটর ম্যাচ


Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2023 Eliminator Live Streaming: ১৬তম আইপিএলে আগামী কাল রয়েছে এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে যে দল হারবে তাদের এ বারের মতো আইপিএল যাত্রা শেষ। চিপকে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস।

জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে LSG vs MI এর এলিমিনেটর ম্যাচ

Image Credit source: Graphics – TV9Bangla

চেন্নাই : শেষ পর্বে এসে দাঁড়িয়েছে ১৬তম আইপিএল (IPL 2023)। চিপকে আজ চলছে প্রথম কোয়ালিফায়ার। মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আগামী কাল রয়েছে টুর্নামেন্টের এলিমিনেটর। এই ম্যাচে নামবে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস (LSG vs MI)। পরপর ২ বার আইপিএলের প্লে অফে উঠল লখনউ সুপার জায়ান্টস। ২০২২ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের পাশাপাশি নতুন দল হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল লখনউয়ের। ডেবিউ আইপিএলেই দলকে প্লে অফে নিয়ে গিয়েছিলেন লোকেশ রাহুল। এরপর প্লে অফে আরসিবির কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল লখনউয়ের। এ বার লখনউ চাইবে গত বারের পুনরাবৃত্তি যেন না হয়। কেকেআরকে হারিয়ে এ বারের প্লে অফে উঠেছে লখনউ। আর অন্যদিকে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে উঠেছে মুম্বই। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-র লখনউ বনাম মুম্বইয়ের এলিমিনেটর ম্যাচ।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের সাক্ষাতে দু’বারই জিতেছিল লখনউ। এ বারের আইপিএলে লখনউয়ের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ২ দল। সেই ম্যাচে ৫ রানে জিতেছিল সুপার জায়ান্টসরা। এ বার দেখার আগামী কাল কোন দল জিতে ফাইনালে ওঠার পথে এক ধাপ এগোয়।

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচটি কবে হবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচটি (২৪ মে) আগামী কাল, বুধবার হবে।

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচটি কোথায় হবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচটি চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে।

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

লখনউ সুপার জায়ান্টস মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Leave a Reply