Major League Cricket : আইপিএলে পরপর ২ বছর আরসিবির হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন ফাফ। কিন্তু দলকে চ্যাম্পিয়ন বানাতে পারেননি। এই পরিস্থিতিতে তাঁর কামব্যাক হল সুপার কিংসে। আইপিএলে আরসিবিতে ব্যর্থ হয়েই কি সুপার কিংসে ফিরলেন ডু’প্লেসি? আসলে মেজর লিগ ক্রিকেটে সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ফাফকে।
সুপার কিংসে কামব্যাক ফাফ ডু’প্লেসির, পেলেন ক্যাপ্টেনের দায়িত্ব
কলকাতা : ফের সুপার কিংসের জার্সি চাপিয়ে খেলবেন প্রোটিয়া তারকা ফাফ ডু’প্লেসি (Faf du Plessis)। দীর্ঘদিন আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলেছেন ডু’প্লেসি। ইয়েলোব্রিগেডে থাকাকালীন ডু’প্লেসি চ্যাম্পিয়নও হয়েছিলেন। তবে গত বারের আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় আরসিবি (RCB)। এরপর বিরাট কোহলির দল ডু’প্লেসির কাঁধে অধিনায়কের দায়িত্বও তুলে দেন। আইপিএলে পরপর ২ বছর আরসিবির হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন ফাফ। কিন্তু দলকে চ্যাম্পিয়ন বানাতে পারেননি। এই পরিস্থিতিতে তাঁর কামব্যাক হল সুপার কিংসে। আইপিএলে আরসিবিতে ব্যর্থ হয়েই কি সুপার কিংসে ফিরলেন ডু’প্লেসি? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সুপার কিংসে ডু’প্লেসির ফেরার খবরে ইয়েলোব্রিগেডের ফ্যানেরা বেশ খুশি। কিন্তু আরসিবির ফ্যানেদেরও হতাশ হওয়ার প্রয়োজন নেই। আসলে আইপিএলে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন টি-২০ লিগে সুপার কিংস দলের হয়ে খেলতে চলেছেন ডু’প্লেসি। শুধু তাই নয়, এমএলসিতে টেক্সাস সুপার কিংসের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।