East Bengal: ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল এবার কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ৫দিনের ক্লিনিকে যোগ দেওয়ার জন্য ইস্টবেঙ্গল থেকেও কয়েকজন ফুটবলারকে ডেকে পাঠিয়েছে এই সংস্থা।
Image Credit source: OWN Photograph
কলকাতা: ছেলেদের পাশাপাশি মেয়েদের ফুটবলও ক্রমশ উন্নতি করছে। আন্তর্জাতিক স্তরে নজর কাড়ছে ভারতের মেয়েরা। বয়সভিত্তিক স্তরেও বেশ ভালো পারফর্ম করছে ভারতীয় মহিলা ফুটবল দল। মেয়েদের ফুটবলের উন্নতিসাধনে এগিয়ে এল এএমপিএল ফাউন্ডেশন। তাদের এই প্রকল্প উইমেন ইন স্পোর্টস সাফল্যের মুখ দেখেছে। গত কয়েক বছর ধরেই ক্লিনিকের আয়োজন করে এই সংস্থা। সেখান থেকে বাছাই করা ফুটবলারদের পাঠানো হয়ে বিদেশে। দু’বছর আগে বিদেশে খেলার সুযোগ পান বালা দেবী। গত বছরও এই এলিট ক্যাম্প থেকে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেভে খেলতে যান জ্যোতি চৌহান আর সৌম্যা। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বার মহিলা ফুটবলারদের ক্যাম্প শুরু হচ্ছে ৩০ তারিখ থেকে। রাজারহাটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিলেন্স সেন্টারে শুরু হবে এই এলিট ক্যাম্প। চলবে ৪ জুলাই পর্যন্ত। ২৮ থেকে ৩০ জন ফুটবলারদের নিয়ে এই ক্যাম্পের আয়োজন হবে। বিদেশ থেকে কোচেরাও আসছেন। ক্যাম্পে নজর কাড়লেই বিদেশে গিয়ে ট্রেনিংয়ের সুযোগ পাবেন ফুটবলাররা। সেখানে নজর কাড়তে পারলে মিলতে পারে বালা দেবীর মতো পেশাদার ফুটবলের চুক্তিও।
ডায়নামো জাগরেভ, অ্যাডিলেড ইউনাইটেড, পারথ এসসি, মর্বেলা এফসি, ওয়েস্টার্ন ইউনাইটেড ফুটবল ক্লাবের থেকে কোচেরা আসছেন এই ক্লিনিকে। গত বারও উইমেন ইন স্পোর্টস সংস্থার এই শিবিরে এসেছিলেন ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেভেরে কোচ এবং স্পটার। ভারতের মহিলা ফুটবলে দুই পরিচিত নাম জ্যোতি আর সৌম্যারও আসার কথা ক্যাম্পে। নিজেদের অভিজ্ঞতা তাঁরা ভাগ করে নেবেন নতুনদের সঙ্গে। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল এবার কন্যাশ্রী কাপ এবং উদ্বোধনী আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হয়েছে। পাঁচ দিনের ক্লিনিকে যোগ দেওয়ার জন্য ইস্টবেঙ্গল থেকেও কয়েকজন ফুটবলারকে ডেকে পাঠিয়েছে এই সংস্থা। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে শিবিরের বিষয়ে বিস্তারিত জানানো হয়।