‘টিম ইন্ডিয়া নাকি টিম ড্রিম ১১?’, বিরাটদের নতুন জার্সি দেখে রেগে কাঁই সমর্থকরা


Team India New Jersey: কয়েকদিন আগেই ভারতের জার্সির প্রধান স্পনসর হিসেবে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। এ বার তাই টিম ইন্ডিয়ার নতুন জার্সির সামনে জ্বলজ্বল করছে DREAM 11 লোগো।

Team India Jersey: ‘টিম ইন্ডিয়া নাকি টিম ড্রিম ১১?’, বিরাটদের নতুন জার্সি দেখে রেগে কাঁই সমর্থকরা

ডমিনিকা: টেস্ট ক্রিকেটের (Test Cricket) জার্সি মানেই ধবধবে সাদা। এই ছবিই গাঁথা রয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বদলে গেল টিম ইন্ডিয়ার জার্সি। কয়েকদিন আগেই ভারতের জার্সির (Team India Jersey) প্রধান স্পনসর হিসেবে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। এ বার তাই টিম ইন্ডিয়ার নতুন জার্সির সামনে জ্বলজ্বল করছে DREAM 11 লোগো। তাও আবার লাল রংয়ের। সাদা টেস্ট জার্সিতে লাল রংয়ের এই ড্রিম ১১ এর লোগো মোটেও মনে ধরেনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের। যে কারণে, টিম ইন্ডিয়ার নতুন জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…



Leave a Reply