বাংলাদেশ ম্যাচে চোট, বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা


চেন্নাই: প্রায় ছ’মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ফিরেই অস্বস্তি। বাংলাদেশের বিরুদ্ধে অনবদ্য একটা ইনিংস খেলেন উইলিয়ামসন। এই ম্যাচেই রান নেওয়ার সময় নন স্ট্রাইকার প্রান্তে একটি থ্রো তাঁর হাতে লাগে। আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। এ বার বিশ্বকাপে খেলায় আশঙ্কায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই অস্বস্তিতে পড়েছিলেন। বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় গুরুতর চোট পান কেন উইলিয়ামসন। ব্যাটিংয়ে নামা হয়নি। পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন কেন উইলিয়ামসন। তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল ঝুঁকি নিয়েই। ওয়ার্ম আপে এক ম্যাচে ব্যাটিং করেন, আর এক ম্যাচে ফিল্ডিং। ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় বিশ্বকাপের প্রথম দু-ম্যাচে খেলানো হয়নি। তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামেন। দলের রান তাড়ায় অনবদ্য প্রত্যাবর্তন। ৭৮ রানের অ্যাঙ্কর ইনিংস খেলেন কেন। কিন্তু ফের চোট। বুড়ো আঙুলে চোট লাগে ম্যাচ শেষে জানিয়েছিলেন, সবই ঠিক থাকবে, আশাবাদী তিনি।

এ দিন কেন উইলিয়ামসনের আঙুলের এক্স-রে করা হয়। চোট গুরুতর। কিউয়ি বোর্ডের তরফে জানানো হয়েছে, লিগ পর্বে পরের দিকের ম্যাচে পাওয়া যেতে পারে তাঁকে। যদিও সেই সম্ভাবনাও ক্ষীণ বলা যায়। যদিও স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে না কেন উইলিয়ামসনকে। ব্যাক আপ হিসেবে ভারতে আনানো হচ্ছে টম ব্লান্ডেলকে। উইলিয়ামসনের সুস্থ হয়ে ওঠার প্রত্যাশায় নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply