বিশ্বকাপের মাঝে রোহিতদের জন্য বিশেষ ভাবনা বোর্ডের


নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) একের পর এক কামাল করছে টিম ইন্ডিয়া। টানা চার ম্যাচে দুর্দান্ত জয়। রোহিত শর্মাদের কাছে মাথা তুলে দাঁড়াতে একটু ভয়ই পাচ্ছে প্রতিপক্ষরা। দুরন্ত ইনিংস খেলে পয়েন্ট টেবলে নেট রান রেটে আপাতত দ্বিতীয় স্থানে বিরাট কোহলিরা (Virat Kohli)। পরবর্তী পরীক্ষা নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে। তারপর থ্রি লায়ন্সদের মুখোমুখি হবে মেন ইন ব্লু। মাঝে একটা সপ্তাহ সময় রয়েছে। এই ফাঁকেই প্লেয়ারদের বাড়ির লোকের সঙ্গে দেখা করার ছুটি দেওয়ার কথা ভাবছে ভারতীয় বোর্ড। ক’দিনের ছুটি পেলেন রোহিতরা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপের আগে বেঙ্গালুরুতে শিবির। দীর্ঘ সময় থেকেই বাড়ির বাইরে বিরোট-রোহিতরা। হঠাৎ এক-দু’দিনের বিরতি পেয়েছেন। এশিয়া কাপ মিটতেই শুরু হয়ে গিয়েছিল বিশ্বকাপের প্রস্তুতি। তাই সেভাবে আর দীর্ঘ সময়ের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি। বিশ্বকাপে ভারতের যা সূচি, কার্যত সারা দেশ ঘুরে বেড়াতে হচ্ছে। প্লেয়ারদের কথা মাথায় রেখে তাঁদের কয়েকদিনের ছুটি দিতে চায় ভারতীয় বোর্ড।

আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার পরের ম্যাচ ২৯ অক্টোবর। প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই ম্যাচের মাঝে হাতে সাতটা দিন রয়েছে। এই সময়ের কিছুটা বাড়ির লোকের জন্য তুলে রাখতে পারবেন বুমরারা। ২৬ অক্টোবর লখনউতে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছ। সেখানেই সকলে মিলিত হবেন, এমনটাই স্থির হয়েছে। প্লেয়ারদের মানসিক ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই ভাবনা বোর্ডের। বিশেষ করে পেস বোলারদের কথা বেশি ভাবতে হয়েছে। ম্যাচের ক্লান্তি, সঙ্গে ভ্রমণের। মানসিক ভাবে তরতাজা থাকতে ব্রেক প্রয়োজন।

Leave a Reply