ICC ODI World Cup 2023: রাহুলে ভরসা আর এক রাহুলের, নিজের অতীত খুঁজে পেলেন ভারতের হেড কোচ


ধরমশালা: বাংলাদেশের বিরুদ্ধে বাঁ দিকে ডাইভ দিয়ে নিয়েছেন দুর্দান্ত একটা ক্যাচ। তারপর থেকেই চর্চায় উইকেটকিপার লোকেশ রাহুল (KL Rahul)। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেরা ফিল্ডারের পুরস্কার রবীন্দ্র জাডেজা জিতে নিলেও রাহুলের কদর এক বিন্দুও কমেনি। উল্টে বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন ভারতের এই  উইকেট কিপার-ব্যাটার। ব্য়াটিং, উইকেট কিপিং সবেতেই ছাপ ফেলছেন তিনি। এ বার রাহুলের প্রশংসায় পঞ্চমুখ ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলাদেশের বিরুদ্ধে মেহেদি হাসান মিরাজের অনবদ্য ক্য়াচটি নিয়ে এক কথায় রাহুল এখন সকলের নয়নের মণি। তাঁর এই কামব্যাকে খুশি রাহুল দ্রাবিড়ও। চোট সারিয়ে ফিরে রাহুলের এমন পারফরম্য়ান্সে একই সঙ্গে অবাক তিনি। চোটের কারণে অনেক মাস ধরে মাঠের বাইরে ভারতের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্য়াটার ঋষভ পন্থ। দলে ঈশান কিষাণ থাকতেও পন্থের পরিবর্ত হিসেবে রাহুলের হাতেই কিপিং গ্লাভস তুলে দিয়েছেন রোহিত শর্মা। ঠিক যেমন ২০০৩ বিশ্বকাপে দলে একজন বাড়তি অলরাউন্ডারের প্রয়োজনে রাহুল দ্রাবিড়ের হাতে কিপিংয়ের গুরুদায়িত্ব দিয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বার যেন লোকেশের মধ্যেই নিজেকে খুঁজে পেলেন দ্রাবিড়।

লোকেশের প্রশংসায় পঞ্চমুখ তিনি। দল নিউজিল্য়ান্ডের মুখোমুখি হওয়ার ঠিক আগে দ্রাবিড়কে বলতে শোনা যায়, “ব্যাটিং ও কিপিং দুই বিভাগেই দক্ষ হওয়াটা সহজ নয়। এটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় যখন পার্ট-টাইম উইকেট কিপারকে এমন বড় ম্যাচে এই দায়িত্ব দেওয়া হয়। সদ্য চোট সারিয়ে ফিরে প্রত্যেকটা মুহূর্তে ও নিজেকে প্রমাণ করে চলেছে। ও যে কত বড় মাপের টিমম্য়ান তা স্পষ্ট।”

এই খবরটিও পড়ুন

চলতি বিশ্বকাপের চার ম্যাচে পাঁচটি ক্যাচ ধরেছেন রাহুল। যার মধ্যে অনবদ্য হল বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের ক্যাচটি। বাঁ দিকে উড়িয়ে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ। এক কথায় অসাধারণ! তাঁর এমন পারফরম্য়ান্স দেখে বিরাটদের কোচকে বলতে শোনা যায়, “এই বিশ্বকাপে রাহুলকেই আমরা উইকেট কিপার হিসেবে চেয়েছিলাম। কিন্তু চোটের কারণে ওকে পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চিত ছিলাম। কিন্তু যে ভাবে ও কামব্য়াক করল তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

Leave a Reply