ম্যাক্সি-ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি, বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার


AUS vs NED Match Report: ম্যাক্সি-ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি, বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ারImage Credit source: PTI

নয়াদিল্লি: পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia) চেনা ছন্দে ফিরেছে। জোড়া ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। তারপর অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, বিশ্বকাপে বাকি থাকা সবক’টি ম্যাচই তাঁদের কাছে ফাইনাল। ঠিক সেই মতোই এগোচ্ছে অজিরা। নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ নেমেছিল অস্ট্রেলিয়া। ডাচদের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরি করেন। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। ডাচদের সামনে পাহাড় প্রমাণ টার্গেট ছিল। যে রানের পাহাড় টপকাতেই পারল না ডাচরা। জয়ের হ্যাটট্রিক করল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে (ICC World Cup) রেকর্ড ব্যবধানে জিতল অজিরা। ৩০৯ রানের মার্জিনে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় অস্ট্রেলিয়ার। ওডিআই বিশ্বকাপে এর আগে এত রানের ব্যবধানে কোনও দল জেতেনি। তাই ক্রিকেট মহল বলছে অস্ট্রেলিয়া ফিরল অস্ট্রেলিয়াতেই। ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply