India vs England: ইংল্যান্ডকে খতম করেই বল নিয়ে তুমুল বিবাদ দুই স্পিনারের! কী কাণ্ড ঘটালেন অশ্বিন-কুলদীপ?Image Credit source: X
কলকাতা: বাইশ গজে, ড্রেসিংরুমে দীর্ঘ সময় একসঙ্গে কাটান ক্রিকেটাররা। মাঠের বাইরেও তাই একটা আলাদা বন্ড তৈরি হয়ে যায় ক্রিকেটারদের। সতীর্থরা যে কারণে একে অপরের বন্ধু হয়ে ওঠেন। আর পাঁচটা সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও একবার বন্ধু হয়ে গেলে নিজেদের সুখ-দুঃখে সামিল হন তাঁরা। ধরমশালা টেস্টের প্রথম দিন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও কুলদীপ যাদবদের (Kuldeep Yadav) মধ্যে তেমনই এক বন্ডিং দেখা গেল।
ধরমশালায় কেরিয়ারের ১০০তম টেস্ট খেলছেন ভারতীয় সিনিয়র অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। শততম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪টি উইকেট সাবাড় করেছেন ভারতীয় স্পিনার অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে অবশ্য শুরুতে অশ্বিন নন, ভারতকে প্রথম সাফল্য এনে দেন কুলদীপ যাদব। কেরিয়ারের ১২তম টেস্ট খেলতে নেমে পাঁচটি উইকেট নিয়েছেন কুলদীপ। টেস্ট কেরিয়ারে সব মিলিয়ে এখন অবধি তাঁর ৫১টি উইকেট হয়ে গেল। রবি অশ্বিন, কুলদীপ-জাডেজাদের দাপটে প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ইনিংস বিরতিতে দুই টিম মাঠ ছাড়ার সময় দেখা যায় কুলদীপ যাদবের হাতে বল। যে মাঠে কুলদীপের টেস্ট ডেবিউ হয়েছিল, সেখানে ৫ উইকেট নেওয়া কুলদীপ যাদবের কাছে বিশেষ মুহূর্ত। সম্ভবত আম্পায়ারের কাছে স্মারক হিসেবে বলটি কুলদীপ চেয়ে রেখেছিলেন। এরপর অবশ্য কুলদীপ যাদব সেই বল ১০০তম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিনের হাতে তুলে দেন। কুলদীপ মনে করেছিলেন, মাইলস্টোন ম্যাচে এটা রবিচন্দ্রন অশ্বিনের কাছে থাকাই মানায়। এভাবেই সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা দেখান কুলদীপ। কিন্তু অশ্বিন অবশ্য সেই বলটি কুলদীপকে আবার ফিরিয়ে দেন। দুই ক্রিকেটার দু’তিন বার এমনটা করেন। অশ্বিনের মতে ওই বলটি পাওয়ার যোগ্য কুলদীপই। অশ্বিন-কুলদীপ যখন বল নিয়ে এদিক ওদিক করছিলেন, সেই সময় হাসতে হাসতে রবীন্দ্র জাডেজা তাঁদের ইশারা করেন বলটি তাঁকে দিয়ে দেওয়ার জন্য। শেষে দেখা যায় কুলদীপ ৫ উইকেট নেওয়ার জন্য ওই বল নিয়ে মাঠ ছাড়েন। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। বিসিসিআই সোশ্যাল মিডিয়া সাইট X এও সেই ভিডিয়ো শেয়ার করেছে।
𝙈𝙤𝙢𝙚𝙣𝙩𝙨 𝙇𝙞𝙠𝙚 𝙏𝙝𝙚𝙨𝙚!
R Ashwin 🤝 Kuldeep Yadav
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @ashwinravi99 | @imkuldeep18 | @IDFCFIRSTBank pic.twitter.com/hJyrCS6Hqh
— BCCI (@BCCI) March 7, 2024
ইংল্যান্ড ইনিংস শেষ হওয়ার পর জিও সিনেমাকে কুলদীপ যাদব বলেন, ‘অ্যাশ ভাই (রবিচন্দ্রন অশ্বিন) খুব সহৃদয় ও দয়ালু। ও আমাকে বলেছিল যে ওর ৩৫টি ফাইফার (৫ উইকেট) রয়েছে। তাই ওই বলটা আমার কাছে রাখতে।’ কুলদীপ-অশ্বিনে ভর করে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে বড় রানের আগে আটকে দিতে পেরেছিল টিম ইন্ডিয়া। এ বার দেখার দ্বিতীয় ইনিংসে কী হয়।