৪২এ পা, বিদর্ভকে উড়িয়ে রঞ্জি চ্যাম্পিয়ন রাহানের মুম্বই


Ranji Trophy Final 2024: ৪২এ পা, বিদর্ভকে উড়িয়ে রঞ্জি চ্যাম্পিয়ন রাহানের মুম্বইImage Credit source: PTI

কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মুম্বইয়ের দাপট অব্যহত। ওয়াংখেড়েতে বিদর্ভকে বিশাল রানের লক্ষ্য দিয়েছিল অজিঙ্ক রাহানের মুম্বই। রঞ্জি ফাইনালে (Ranji Trophy Final 2024) লড়াই হল হাড্ডাহাড্ডি। ম্যাচ গড়াল পঞ্চম দিন অবধি। চতুর্থ দিন পুরো ব্যাটিং করেছিল বিদর্ভ (Vidarbha)। পঞ্চম দিন রাহানের মুম্বইয়ের বিরুদ্ধে বিদর্ভর ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকার সেঞ্চুরি করেন। যার ফলে মুম্বইয়ের ৪২তম ট্রফির অপেক্ষা আরও কিছুটা বাড়ে। কিন্তু বিদর্ভ এর আগে দু’বার ফাইনালে যে চমক দেখিয়েছিল, শেষ অবধি মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে তা পারল না। মুম্বইকে মানসিক ভাবে বিপর্যস্ত করেছিল বিদর্ভ ঠিকই কিন্তু রাহানেদের মুখের গ্রাস কেড়ে নিতে পারল না। যার ফলে এই নিয়ে ৪২তম রঞ্জি ট্রফি এল মুম্বই শিবিরে।

২০১৫-১৬ মরসুমের পর দীর্ঘ আট বছর রঞ্জি ট্রফির জন্য অপেক্ষা করতে হয়েছে মুম্বইকে। ২০২১-২২ মরসুমে ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেনি মুম্বই। এ বার বিদর্ভকে উড়িয়ে ৪২তম রঞ্জি খেতাব জিতল মুম্বই। বিদর্ভর সামনে ৫৩৮ রানের টার্গেট রেখেছিল মুম্বই। করুণ নায়ার (৭৪), হর্ষ দুবে (৬৫) ও বিদর্ভের ক্যাপ্টেন অক্ষয় (১০২) লড়াই করেন। কিন্তু শেষ অবধি ৩৬৮ রানে গুটিয়ে যায় বিদর্ভ। যার ফলে ১৬৯ রানে ম্যাচ জেতার পাশাপাশি রঞ্জি ট্রফিও জিতল রাহানের মুম্বই।

চতুর্থ দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৮ রান তুলেছিল বিদর্ভ। পঞ্চম দিন লাঞ্চ বিরতি অবধি ৫ উইকেটেই ৩৩৩ রান তুলে ফেলেন অক্ষয়-হর্ষরা। এরপর অক্ষয় ও হর্ষের জুটি ভাঙতেই বিদর্ভর জয়ের আশা শেষ হয়ে যায়। তুষার দেশপান্ডে ও তনুষ কোটিয়ান একের পর এক উইকেট তুলে নেন। আর উমেশ যাদবের শেষ উইকেটটি তুলে নেন বিদায়ী প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা ধবল কুলকার্নি। রঞ্জি ফাইনালে ১৩৬ রান (দ্বিতীয় ইনিংসে) ও ২টি উইকেট (দ্বিতীয় ইনিংসে) নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন মুশির খান।



Leave a Reply