জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চেন্নাই সুপার কিংস। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই নেমেছিল তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছিল। আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। তারাও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আইপিএলের ইতিহাসে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে টাইটান্স। দ্বিতীয় প্রতিপক্ষও একইরকম শক্তিশালী। মুম্বইয়ের মতো পাঁচটি আইপিএল জয়ী টিম। তবে নজরে অনেক কিছু।
খাতায় কলমে, দুই তরুণ ক্যাপ্টেনের দ্বৈরথ। হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছাড়ার পর নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় শুভমন গিলকে। সিনিয়র স্তরে ক্যাপ্টেন্সির কোনও অভিজ্ঞতাই ছিল না তাঁর। এরপরও মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। তাও আবার শেষ দিকে বাজিমাত। তরুণ শুভমনে মুগ্ধ গুজরাট টাইটান্স সমর্থকরা। অন্য দিকে, এ বারের আইপিএলের ক্যাপ্টেন্স ফটোশুটের আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি। ব্যাটন তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে।
ক্যাপ্টেন হিসেবে ঋতুরাজও বিশাল অভিজ্ঞ নন। এশিয়ান গেমসে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। সোনা জয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন। আইপিএলেও নেতৃত্বের অভিষেকে হারিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলকে। শুরুতেই বলা হয়েছে, খাতায় কলমে দুই তরুণ ক্যাপ্টেনের লড়াই। কিন্তু দুই মাস্টারমাইন্ডকে ভুললে চলবে না। ধোনি নেতৃত্ব ছাড়লেও টিমে তিনি নেতা। ঋতুরাজ যেমন নিজে থেকে তাঁর কাছ থেকে পরামর্শ নিয়েছেন, কিছুক্ষেত্রে ধোনিও নিজে থেকে পরামর্শ দিয়েছেন। ফলে তাঁর উপস্থিতি ভুললে চলবে না।
ঋতুরাজের মাথার উপর মহেন্দ্র সিং ধোনির হাত যেমন রয়েছেন, শুভমনের জন্য সাইড লাইনে আশিস নেহরা। শুভমন মাঠে নেতৃত্ব দেবেন। আর নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে রয়েছেন কোচ নেহরাজী। ২০২২ সালে আইপিএলে প্রবেশ গুজরাট টাইটান্সের। অভিষেকেই চ্যাম্পিয়ন। গত সংস্করণে রানার্স। ক্যাপ্টেন হার্দিককে নিয়ে মাতামাতিতে অনেকেই হয়তো নেহরাজীর অবদান উপলব্ধি করে উঠতে পারেননি। মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচে সেটা টের পেয়েছেন হার্দিক।
মাঠের বাইরে থেকেও যে আশিস নেহরা খেলার রং বদলে দিতে পারেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজ হয়তো তরুণ অধিনায়কের দ্বৈরথে ভারতীয় ক্রিকেটের দুই ক্ষুরধার মস্তিষ্কেরও লড়াই দেখা যাবে। উপলব্ধি কতটা করা যাবে, এটা চোখের বিষয়।