রাজস্থান রয়্যালস
বেঙ্গালুরু: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL Auction 2022 LIVE) দলকে ঢেলে সাজানোর স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল। রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্টের মতো সব বড় তারকাকে কিনেছে সঞ্জু স্যামসনের দল। ব্যাটিং লাইনআপ শক্তিশালী করার জন্য শিমরন হেটমায়ার ও দেবদত্ত পাডিক্কলকেও যোগ করল পিঙ্ক সিটির দল। পাশাপাশি হল রিয়ান পরাগের কামব্যাকও। ৬২ কোটি টাকা নিয়ে নিলাম টেবলে বসেছিল রাজস্থান। বিভিন্ন দিক বিবেচনা করে এক এক প্লেয়ারকে নির্বাচন করেছে রাজস্থানের থিঙ্ক ট্যাঙ্ক।
এ বারের রিটেনশনে কাদের ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস –
১) সঞ্জু স্যামসন – ১৪ কোটি
২) জস বাটলার – ১০ কোটি
৩) যশস্বী জসওয়াল – ৪ কোটি
প্রথম দিনের আইপিএল নিলামে কাদের কিনল রাজস্থান রয়্যালস –
১) রবিচন্দ্রন অশ্বিন – ৫ কোটি
২) ট্রেন্ট বোল্ট – ৮ কোটি
৩) শিমরন হেটমায়ার – ৮ কোটি ৫ লক্ষ
৪) দেবদত্ত পাড়িক্কাল – ৭ কোটি ৭৫ লক্ষ
৫) প্রসিধ কৃষ্ণ – ১০ কোটি
৬) যুজবেন্দ্র চাহাল – ৬ কোটি ৫ লক্ষ
৭) রিয়ান পরাগ – ৩ কোটি ৮ লক্ষ
৮) কেসি চারিপ্পা – ৩০ লক্ষ
দ্বিতীয় দিনের জন্য রাজস্থানের ঝুলিতে রইলো ১২ কোটি ১৫ লক্ষ টাকা। প্রথম দিন মোট আট প্লেয়ারের পিছনে টাকা খরচ করলেও, যথেষ্ট ভালো দল গড়ে ফেলেছেন কুমার সঙ্গাকারারা। আরসিবির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেবদত্ত পাড়িক্কালকে কিনে নিয়েছে রাজস্থান। ওপেনিংয়ে পাড়িক্কাল দুরন্ত পারফর্ম করেছিলেন আরসিবির জার্সিতে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। সেই কৃষ্ণা গত মরসুমে কেকেআরের হয়ে খেলেছিলেন। ১ কোটি বেস প্রাইস থাকলেও এ বার তাঁকে ১০ কোটি টাকায় কিনল রাজস্থান। অশ্বিন, চাহাল, বোল্ট, রিয়ান দলে আসায় বোলিং বিভাগ বেশ মজবুত হল গোলাপি শহরের দলের।
আরও পড়ুন: KKR IPL 2022 Auction: প্রথম দিনের নিলামে একঝলকে কলকাতা নাইট রাইডার্স