নিলামে রায়নাকে দলে না নেওয়ায় সরম্থকদের ক্ষোভের মুখে চেন্নাই সুপার কিংস। Pics Courtesy: Twitter
চেন্নাই: মিঃ আইপিএল বলা হত যাঁকে, তাঁর বিদায় কি খুব একটা ঝলমলে হল? সোজা কথা বললে, না। আইপিএল ১৫-র নিলামে (IPL Auction 2022) টিম পাননি সুরেশ রায়না (Suresh Raina)। গত দুটো আইপিএলে সে ভাবে পারফর্ম করতে পারেননি। বিশেষ করে গত বছর ফর্মে ছিলেন না। যে কারণে টিম থেকে বাদও পড়েছিলেন। সেই রায়না এ বার আইপিএল থেকেও বাদ পড়লেন। রায়না ভক্তরা একটাই প্রশ্ন তুলছেন, যিনি টিমকে দুরন্ত সাফল্য দিয়েছেন, কেন তাঁকে সম্মানটুকু জানাল না চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)? এই প্রশ্নের মুখে পড়ে মহেন্দ্র সিং ধোনির সিএসকে সরকারি ভাবে জানাচ্ছে, টিম ম্যানেজমেন্ট ভেবেছিল, ফর্মে না থাকা রায়নাকে টিমে রাখা ঠিক হবে না।
২০০৮ সাল থেকে আইপিএলে সব মিলিয়ে ২০৫ ম্যাচ খেলেছেন রায়না। করেছেন ৫৫২৯ রান। ১টা সেঞ্চুরি, ৩৯টা হাফসেঞ্চুরি। ২০৩টে ছয় মেরেছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। আইপিএলের প্রথম নিলামে রায়নাকে সিএসকে নেওয়ার পর বলেছিলেন, চেষ্টা করবেন যাতে টিমকে সেরা সাফল্য দিতে পারেন। কথা রেখেছিলেন রায়না। শুধু চেন্নাইয়ের হয়ে ১৭৬টা ম্যাচ খেলে ৪৬৮৭ রান করেছেন। চেন্নাই আইপিএল থেকে নির্বাসিত হওয়ার গুজরাত রায়ন্সের হয়ে ২৯ ম্যাচে ৮৪১ রান করেছিলেন। ছ’টা হাফসেঞ্চুরিও করেছিলেন। ২০০৮ থেকে ২০১৪ সাল ধরলে, প্রতি মরসুমে আইপিএলে ৪০০-র বেশি রান করেছেন তিনি। তবু ৩৫ বছরের ক্রিকেটারকে কেন বাতিলের খাতায় চলে যেতে হল?
রায়নার সেরা আইপিএল ২০১৩ সালে। ১৮ ইনিংসে ৫৪৮ রান করেছিলেন তিনি। ২০১৪ সালে পঞ্জাবের বিরুদ্ধে ২৫ বলে ৮৭ ছিল তাঁর বিস্ফোরক ইনিংস। স্ট্রাইকরেট ছিল ৩৪৮। যা আজও অটুট আইপিএলে। অসংখ্য ম্যাচ একার হাতে জিতিয়েছেন টিমকে। সিএসকে ব্র্যান্ড তৈরির পিছনে ধোনির যেমন অবদান, রায়নারও তেমন।
চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথ বলছেন, ‘গত ১২ বছরে রায়না সিএসকের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার ছিল। রায়নার মতো কাউকে টিমে না রাখতে পারাটা কঠিন সিদ্ধান্ত, তবে টিমের কম্পোজিশনটাও ভাবতে হয়েছে। আর টিম কম্পজিশন কিন্তু নির্ভর করে প্রতিটা ক্রিকেটারের ফর্মের উপর। সেই সঙ্গে আমাদের মনে হয়েছিল, ফর্মে না থাকা রায়নাকে টিমে ফিট করানো খুব মুশকিল।’
একই সঙ্গে কাশী বলছেন, ‘ওকে আমরা মিস করব। সেই সঙ্গে আমরা ফাফ দু প্লেসিকেও মিস করব। এ বারের নিলামে এটাই সবচেয়ে বড় দিক।’
আরও পড়ুন : IPL 2022: আসন্ন আইপিএলে কোন ৫ বন্ধুজুটিকে একসঙ্গে দেখা যাবে না, দেখুন ছবিতে