বিশ্বকাপের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে, ক্যাপ্টেন ছিটকে গেলেন টিম থেকে!


T20 World Cup 2024: বিশ্বকাপের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে, ক্যাপ্টেন ছিটকে গেলেন টিম থেকে!Image Credit source: X

কলকাতা: বিশ্বকাপে নামার আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। হাতে আর দু’সপ্তাহও নেই। কিন্তু তার আগেই চাপে পড়ে গেল গত বারের চ্যাম্পিয়নরা। ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিলে ইংল্যান্ড একমাত্র টিম যারা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে। ১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম আয়োজক। বিশ্বকাপের লক্ষ্যে সব টিমই প্রস্তুতি নিতে শুরু করেছে। তারই মধ্যে ক্যাপ্টেনকে নিয়ে চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড। জস বাটলারকে (Jos Buttler) কি বিশ্বকাপে খেলতে পারবেন না?

বিশ্বকাপের আগে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচ কাল, ২২ মে। তার আগে এই সিরিজ থেকে সরে দাঁড়ালেন বাটলার। যা খবর, ইংল্যান্ড ক্যাপ্টেনের স্ত্রী সন্তানসম্ভবা। আইপিএল খেলে সদ্য দেশে ফিরেছেন বাটলার। তার মধ্যে তৃতীয় সন্তানের জন্মের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে কবে ফিরবেন, তা জানা না গেলেও বিশ্বকাপের সময় তাঁকে পাওয়া যাবে। পাকিস্তানের বিরুদ্ধে বাকি দুটো ম্যাচ ২৫, ২৮ ও ৩০ মে। এই সিরিজেই টিম গুছিয়ে নেওয়ার পালা ইংল্যান্ডের। ক্যাপ্টেন বাটলার খেলতে না পারলে টিমের প্রস্তুতিতে ধাক্কা লাগবেই।

ইংল্যান্ড চলতি বছর কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। তার পরও ইংলিশ প্লেয়ারদের হালকা নেওয়া যাবে না। তার একটাই কারণ আইপিএল। জস বাটলার, উইল জ্যাকস, ফিল সল্ট, স্যাম কারান, জনি বেয়ারস্টোরা ছন্দে ছিলেন। আইপিএলের ছন্দ নিয়েই আন্তর্জাতিক টুর্নামেন্টে পা রাখবেন ইংল্যান্ডের প্লেয়াররা। তবে তার আগে ক্যাপ্টেন বাটলারের পিতৃত্বকালীন ছুটি কিছুটা হলেও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে।

Leave a Reply