IPL 2022: আইপিএল-১৫-তে নজরে থাকবেন কোন ৫ বোলার


IPL 2022: আইপিএল-১৫-তে নজরে থাকবেন কোন ৫ বোলার

কলকাতা: আইপিএল-১৫-র  (IPL 2022) উদ্বোধনী ম্যাচ হতে চলেছে ২৬ মার্চ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (KKR) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের জন্য তৈরি। আইপিএলের একাধিক ম্যাচে বোলারদের দাপট দেখা গিয়েছে। সে দেশের মাটি হোক আর বিদেশের মাটি… এক এক বোলারের দাপটে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। পাওয়ার প্লে-তে আটোসাঁটো বোলিং বা ডেথ ওভারে টান টান উত্তেজনা নিয়ে বোলিংয়ে একাধিক বোলারদের জুড়ি মেলা ভার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আবার একটা নতুন মরসুম শুরু হতে চলেছে। যেখানে বিশেষ নজর রাখতে হবে, যে পাঁচ বোলারদের ওপর, তাঁরা হলেন —

১) জশপ্রীত বুমরা

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র জশপ্রীত বুমরা। এ বারের মেগা নিলামের আগে বুমরাকে রিটেইন করে রেখেছিল রোহিত শর্মার দল। ২০১৩ সালে মুম্বইয়ের জার্সিতে আইপিএলে আত্মপ্রকাশ করার পর এখনও অবধি ১০৬টি ম্যাচে খেলে ১৩০ টি উইকেট নিয়েছেন বুমরা। আসন্ন আইপিএলে বিশেষ নজর থাকবে এই ভারতীয় তারকা পেসারের ওপর।

২) প্যাট কামিন্স

কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত বারের আইপিএলে খেলেছিলেন প্যাট কামিন্স। এ বারের আইপিএলেও অজি টেস্ট দলের অধিনায়ক কামিন্সকে দেখা যাবে নাইট জার্সিতে। শাহরুখ খানের দল ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কামিন্সকে দলে ফিরিয়েছে। অজি তারকা পেসারের দিকে আসন্ন আইপিএলে বিশেষ নজর থাকবে।

৩) হর্ষল প্যাটেল

গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছিলেন হর্ষল প্যাটেল। আসন্ন মরসুমেও তিনি আরসিবির জার্সিতে খেলবেন। মেগা নিলামের মঞ্চ থেকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় হর্ষলকে দলে ফিরিয়েছে আরসিবি। গত মরসুমে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে পার্পল ক্যাপের মালিক হয়েছিলেন হর্ষল। তাই আসন্ন মরসুমে বিশেষ নজর থাকবে হর্ষলের ওপর।

৪) রশিদ খান

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার ক্রিকেট বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে একজন। গত মরসুমে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। এ বারের আইপিএলে আফগান তারকা স্পিনার রশিদকে দেখা যাবে আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্সের জার্সিতে। হার্দিক পান্ডিয়ার দল মেগা নিলামের আগে ১৫ কোটি টাকা দিয়ে বেছে নিয়েছিল রশিদকে। এখনও অবধি আইপিএলের ৭৬টি ম্যাচে খেলে ৯৩টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ২২২ রান।

৫) কাগিসো রাবাডা

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। আসন্ন মরসুমে রাবাডাকে দেখা যাবে পঞ্জাব কিংসের জার্সিতে। ৯ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে আইপিএল ২০২২ এর মেগা নিলাম থেকে রাবাডাকে কিনেছে প্রীতির দল। এখনও অবধি ৫০টি আইপিএল ম্যাচে খেলে ৭৬টি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেসার। যাক মধ্যে ৪ বার ৪টি করে উইকেটও নিয়েছেন রাবাডা।

Leave a Reply