টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ যেন একসঙ্গে তিন দলের ম্যাচ! ক্রিকেটে এও কি সম্ভব? আপাত দৃষ্টিতে নয়। তবে পরিস্থিতি তেমনই। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথম দু-ম্যাচেই হেরেছে পাকিস্তান। যার ফলে পিছিয়ে পড়ে তারা। সুপার এইটে ওঠার দৌড়ে টিকে থাকতে বাকি দু-ম্যাচ জেতা ছাড়া উপায় নেই। এর সঙ্গে রয়েছে খুবই জটিল অঙ্ক। গত ম্যাচে কানাডাকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে পাকিস্তান। নিউ ইয়র্ক পর্ব শেষে এ বার ফ্লোরিডা। আর এখানকার আবহাওয়াই বড় ধাক্কা পাকিস্তান শিবিরে।
ফ্লোরিডার বৃষ্টি এবং বন্যায় ভেসে যেতে পারে বিশ্বকাপে পাকিস্তানের যাবতীয় স্বপ্ন। পাকিস্তান অবশ্য মাঠে নামছে না। মাঠের বাইরেই তাদের বড় ম্যাচ। ফ্লোরিডায় মুখোমুখি হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ এ থেকে ভারত আগেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। বাকি রয়েছে একটি স্থান। বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা দুটি ম্যাচ জিতে অ্যাডভান্টেজে। ফ্লোরিডায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা না হলেও সুপার এইটে যাবে আমেরিকা। ছিটকে যাবে পাকিস্তান।
পাকিস্তানের একমাত্র আশা, ফ্লোরিডায় ম্যাচ হোক এবং তাতে আয়ারল্যান্ড জিতুক। একমাত্র এই অঙ্কেই আরও একটা লাইফলাইন পাবে পাকিস্তান। এই অঙ্ক মিললে শেষ ম্যাচে পাকিস্তানকে আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। কিন্তু ফ্লোরিডায় এখনও টসই হয়নি। বৃষ্টি থামলেও মাঠ ভেজা। চলছে সুপার সপার। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শন করছেন। ভারতীয় সময় ১০.৪৫ নাগাদ ফের একবার মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তখন যদি দেখেন খেলার মতো পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে ১১টা নাগাদ ৫ ওভারের ম্যাচ হতে পারে। পাকিস্তান আপাতত জোড়া প্রার্থনাতেই। আশায় বেঁচে রয়েছে পাকিস্তান।