কলকাতা: নীরজ চোপড়া ক’দিন থাকবেন প্যারিসে? ট্র্যাক অ্যান্ড ফিল্ড অলিম্পিকের শেষ দিকেই হয়। ভারতের সোনার ছেলে হয়তো অলিম্পিকের শুরুর দিকেই পৌঁছে যাবেন প্যারিস। যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পান। আর ট্রেনিং সেরে নিতে পারেন জ্যাভলিন থ্রোয়ার। অলিম্পিকের সময় প্রতিদিন কতটা টাকা পাবেন নীরজ? এই প্রশ্নেই এখন তোলপাড় সারা দেশ। অলিম্পিকের সময় শুধু নীরজ নন, পিভি সিন্ধু থেকে লভলিনা বরগোহাইনরা প্রতিদিন পাবেন মাত্র ৪ হাজার টাকা। প্যারিসের মতো শহরে এই ডেইলি অ্যালাউয়েন্স বা ডিএ-তে চলবে ভারতীয় অ্যাথলিটদের? নামমাত্র টাকা যখন পাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা, তখন কর্তাদের পকেট উপচে পড়ছে।
ব্যাপারটা খুলেই বলা যাক। ভারতীয় অলিম্পিক সংস্থা প্যারিস অলিম্পিকে অ্যাথলিটদেরর জন্য বরাদ্দ করেছেন দিন প্রতি ৪ হাজার টাকা। তিন বছর আগে টোকিও গেমসেও তাই-ই ছিল। তিন বছর পেরিয়ে গেলেও সেই অর্থের পরিমাণ বদলায়নি। কিন্তু কর্তাদের জন্য দিন প্রতি ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা। কেন এই বৈষম্য? অ্যাথলিটরা যেমন, কর্তারাও তেমনই থাকেন গেমস ভিলেজে। অর্থাৎ, থাকা ও খাওয়ার খরচ নেই। তা হলে ২৫ হাজার টাকা নিয়ে কী করবেন কর্তারা? তাঁরা কি বিদেশে বেড়াতে যাচ্ছেন? এই প্রশ্নে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।
ভারতীয় অলিম্পিক সংস্থার নানা খেলার ১২ জন কর্তা যাবেন প্যারিস। তাঁরা ২৫ হাজার টাকা করে পাবেন। যা অ্যাথলিটদের থেকে ৬ গুণেরও বেশি। গত অলিম্পিকে এই অঙ্কটা ছিল সাড়ে ১২ হাজার। তা রাতারাতি দ্বিগুণ করা হয়েছে। এতেই শেষ নয়, কার্যকরী সমিতির সদস্যদের পাঁচদিন প্যারিসে থাকার জন্য দেওয়া হবে ৯০ হাজার টাকা। পিটি উষা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এমনটা শুরু হয়েছে বলে দাবি করছেন অনেকে।
অবশ্য অ্যাথলিটরা একেবারে নিরাশ হচ্ছেন, তা বলা যাবে না। কিছুটা হলেও তাঁদের কথা ভাবা হয়েছে। অলিম্পিকে অংশগ্রহণের জন্য ২ লাখ টাকা করে পাবেন সব অ্যাথলিট। কোচ এবং সাপোর্ট স্টাফরা পাবেন ১ লাখ টাকা করে। অবশ্য পুরো বাজেটটাই ঠিক করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। উষা ইতিমধ্যে সরকারকে চিঠি লিখে জানিয়েছেন, ওই অর্থ যাতে সময় মতো পায় আইএসি, তা যেন দেখা হয়।