SRH vs KKR LIVE Score, IPL 2022: অরেঞ্জ আর্মির নেতা উইলিয়ামসন ব্যাটিংয়ে পাঠালেন শ্রেয়সের কেকেআরকে


মুম্বই: আজ শুক্রবার পয়লা বৈশাখ এবং নববর্ষের প্রথম দিন আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এখনও অবধি এ বারের আইপিএলে ৫টি ম্যাচে খেলেছেন শ্রেয়সরা। তার ৩টিতে জয় ও ২টি হার জুটেছে উমেশ যাদবদের ভাগ্যে। তবে এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ২ নম্বরে রয়েছে কেকেআর। বাঙালি নববর্ষের প্রথম দিন কলকাতাপ্রেমীরা মনেপ্রাণে চাইবে কেকেআর জিতুক। নতুন নেতা শ্রেয়সও চাইবেন না তাঁর দলের সমর্থকদের নিরাশ করতে। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে বড় ব্যবধানে হেরেছিল কিং খানের দল। তাই হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া রাহানেরা। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ২টো ম্যাচে হারার পর, চেন্নাই ও গুজরাতকে পরপর দুটো ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিজামের শহরের দল। তাই নাইটদের মুখে নামার জন্য় তৈরি উইলিয়ামসনের অরেঞ্জ আর্মি। ফলে আজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Leave a Reply