IPL 2022: রজতের ঝলমলে সেঞ্চুরিতে মুগ্ধ সচিন থেকে সেওয়াগরা


রজত পতিদার

Image Credit source: Twitter

মরসুমের মাঝপথে লুভনিথ সিসোদিয়া চোট পাওয়ায়, তাঁর জায়গায় আরসিবি দলে এই মরসুমে যোগ দেন রজত পতিদার। কে জানত আইপিএলের এলিমিনেটরে তাঁর ব্যাট থেকে ঝকঝকে একটা সেঞ্চুরি দেখবে ভরা ইডেন।

কলকাতা: ইডেনে আছড়ে পড়ল রজত পতিদার (Rajat Patidar) ঝড়। প্রথম কোয়ালিফায়ারের মতোই এলিমিনেটরেও কালবৈশাখী নিয়ে চিন্তা ছিল। তবে কালবৈশাখী না এলেও ভরা ইডেন উপভোগ করল লখনউ-আরসিবির (LSG vs RCB) মেগা দ্বৈরথ। খাতায় কলমে এলিমিনেটর হলেও, এই ম্যাচ বিরাট কোহলি-লোকেশ রাহুলদের কাছে কোয়ার্টার ফাইনাল। কারণ, এই ম্যাচে হেরেই এ বারের মতো আইপিএল (IPL 2022) সফর শেষ হল লোকেশ রাহুলদের। টসে জিতে শুরুতে আরসিবিকে ব্যাটিং করতে পাঠান লখনউ নেতা কেএল রাহুল। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয় ম্যাচ। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান তোলে আরসিবি। আর আরসিবির রানের পাহাড়ের নেপথ্যে বড় অবদান রয়েছে রজত পতিদারের। শেষ অবধি ১৪ রানে এলিমিনেটরে জয় তুলে নিয়ে আমেদাবাদের টিকিট হাতে পেয়ে যান কোহলিরা। তবে যার হাত ধরে এই টিকিট পেলেন বিরাটরা,  এ বারের আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন মধ্যপ্রদেশের ২৮ বছরের ছেলে সেই রজত পতিদার। মরসুমের মাঝপথে লুভনিথ সিসোদিয়া চোট পাওয়ায়, তাঁর জায়গায় আরসিবি দলে এই মরসুমে যোগ দেন রজত পতিদার। কে জানত আইপিএলের এলিমিনেটরে তাঁর ব্যাট থেকে ঝকঝকে একটা সেঞ্চুরি দেখবে ভরা ইডেন।

মঙ্গলবার ইডেনে এলিমিনেটরে লখনউয়ের বিরুদ্ধে ৪৯ বলে আইপিএল কেরিয়ারের প্রথম শতরান পূর্ণ করেন। ৫৪ বলে ১১২ রানের অপরাজিত দুর্ধর্ষ ইনিংস খেলে গেলেন রজত পতিদার। ১১২ রান করার পথে রজতের ব্যাট থেকে এসেছে ১২টি চার ও ৭টি ছয়। রজতের নজরকাড়া ইনিংসের পর টুইটারে ট্রেন্ডিং #RajatPatidar । আর সেটা হওয়াই স্বাভাবিক। টুইট করে রজতের ইনিংসের প্রশংসা করতে কার্পন্য করেননি সচিন তেন্ডুলকর থেকে মাইকেন ভনরা।

দেখে নিন রজতের ১১২ নট আউট ইনিংসের প্রশংসা করে যে টুইট করেছেন সচিন-ভনরা —

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের টুইট —

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের টুইট —

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের টুইট —

ভারতের প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্রের টুইট —

ত্রিনিদিয়ান প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপের টুইট —

ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিংয়ের টুইট —

ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানের টুইট —

ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার আরপি সিংয়ের টুইট —

ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াসিম জাফরের টুইট —



Leave a Reply