সমুদ্র সৈকতে ‘স্বেচ্ছা নির্বাসনে’ সালাহরা


ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) একাধিক তারকা ফুটবলাররা নতুন মরসুম শুরু হওয়ার আগে নিজের মতো করে ছুটি কাটাচ্ছেন। মহম্মদ সালাহ (Mohamed Salah) থেকে শুরু করে এডারসনরা (Ederson) চলে গিয়েছেন স্বেচ্ছা নির্বাসনে। বিচ ভাইবসে দেখা গিয়েছে জর্জিনহোকে। মিশরের রাজপুত্রকে দেখা গিয়েছে নিজের দেশের সমুদ্রসৈকতে। ছবিতে দেখুন, রামোস-মার্সেলোরা কেমন করে ছুটি কাটাচ্ছেন…


Jun 08, 2022 | 6:30 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 08, 2022 | 6:30 PM




সের্জিও রামোস (Sergio Ramos) তাঁর স্ত্রী পিলার রুবিয়োর (Pilar Rubio) সঙ্গে সমুদ্রের মধ্যে চুম্বনরত এক ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। পিলার পেশায় রিপোর্টার।

সের্জিও রামোস (Sergio Ramos) তাঁর স্ত্রী পিলার রুবিয়োর (Pilar Rubio) সঙ্গে সমুদ্রের মধ্যে চুম্বনরত এক ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। পিলার পেশায় রিপোর্টার।

লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ (Mohamed Salah) তাঁর নিজের দেশ ইজিপ্টে বর্তমানে ছুটি কাটাচ্ছেন। নীল সমুদ্রের মাঝে এক ইয়র্ট থেকে ছবি শেয়ার করেছেন মিশরের রাজপুত্র।

লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ (Mohamed Salah) তাঁর নিজের দেশ ইজিপ্টে বর্তমানে ছুটি কাটাচ্ছেন। নীল সমুদ্রের মাঝে এক ইয়র্ট থেকে ছবি শেয়ার করেছেন মিশরের রাজপুত্র।

চেলসির তারকা ফুটবলার জর্জিনহোও (Jorginho) ছুটি কাটাচ্ছেন তাঁর স্ত্রী নাতালিয়া লেতেরির (Natalia Leteri) সঙ্গে। ব্লুজদের মিডফিল্ডার ইন্সটাগ্রামে স্ত্রী নাতালিয়ার সঙ্গে একখানা ছবিও পোস্ট করেছেন।

চেলসির তারকা ফুটবলার জর্জিনহোও (Jorginho) ছুটি কাটাচ্ছেন তাঁর স্ত্রী নাতালিয়া লেতেরির (Natalia Leteri) সঙ্গে। ব্লুজদের মিডফিল্ডার ইন্সটাগ্রামে স্ত্রী নাতালিয়ার সঙ্গে একখানা ছবিও পোস্ট করেছেন।

ম্যাঞ্চেস্টার সিটির গোলকিপার এডারসনকে (Ederson) তাঁর সন্তানদের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাতে দেখা গিয়েছে।

ম্যাঞ্চেস্টার সিটির গোলকিপার এডারসনকে (Ederson) তাঁর সন্তানদের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাতে দেখা গিয়েছে।

 রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার মার্সেলো ভিয়েইরা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে টেনিস খেলার ছবি শেয়ার করেছেন। যা থেকেই বোঝা যায় ছুটি বেশ উপভোগ করছেন মার্সেলো (Marcelo)।

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার মার্সেলো ভিয়েইরা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে টেনিস খেলার ছবি শেয়ার করেছেন। যা থেকেই বোঝা যায় ছুটি বেশ উপভোগ করছেন মার্সেলো (Marcelo)।






Most Read Stories


Leave a Reply