মোদী বললেন ‘তুমি তো সেলিব্রিটি’, লাজুক হেসে লক্ষ্য সেনের উত্তর…


Lakshya Sen: মোদী বললেন ‘তুমি তো সেলিব্রিটি’, লাজুক হেসে লক্ষ্য সেনের উত্তর…Image Credit source: Badminton Photo

কলকাতা: ভারতের রাইজিং স্টার লক্ষ্য সেন (Lakshya Sen)। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) দেশকে পদকের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। পৌঁছেও গিয়েছিলেন পদকের খুব কাছে। কিন্তু প্যারিস গেমসে চতুর্থ হয়ে দেশে ফিরতে হয়েছে তাঁকে। আলমোরার ছেলে লক্ষ্যর আজ জন্মদিন। ২৩-এ পা দিলেন প্রকাশ পাড়ুকোনের ছাত্র। স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন প্যারিস অলিম্পিকে যাওয়া ভারতীয় অ্যাথলিটরা। সেখানে ছিলেন লক্ষ্য সেনও। মোদীর সঙ্গে সেখানে তাঁর কথা হয়। লক্ষ্য সেই কথোপকথনের সময় প্রধানমন্ত্রীকে জানান, তাঁর প্রকাশ কতটা কড়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনকে প্রশ্ন করেন, ‘তুমি কি জানো যে, এখন তুমি সেলিব্রিটি হয়ে গিয়েছো?’ এই প্রশ্নের উত্তরে লক্ষ্য সেন হাসতে হাসতে বলেন, ‘ম্যাচের সময় প্রকাশ স্যার আমার কাছ থেকে ফোন নিয়েছিলেন। এবং বলেছিলেন, ম্যাচের শেষেই পাব।’ যা শুনে মোদী বলেন, ‘যদি প্রকাশ স্যার এত কড়া, তা হলে পরের বারও তাঁকেই পাঠাব।’

সোনা-রুপোর স্বপ্ন দেখিয়েছিলেন লক্ষ্য সেন। কিন্তু ফাইনালে উঠতে পারেননি। তাঁর কাছে সুযোগ ছিল ব্রোঞ্জ পদক নিয়ে ভারতে ফেরার। সেই ম্যাচ হেরে যান লক্ষ্য। তিনি জানান, এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু তাঁর শেখার রয়েছে। লক্ষ্য বলেন, ‘আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি। পদকের খুব কাছে গিয়েও পাইনি। সেটা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু একটা কথা বলতে চাই, আমি ভবিষ্যতে অলিম্পিকে পদক জিতে দেখাব।’

এর আগে লক্ষ্য সেনের কোচ এবং ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন বলেছিলেন, ‘হতে পারে প্লেয়াররা ঠিক ততটা কঠোর পরিশ্রম করছে না। যে পরিশ্রম করছে, তা অলিম্পিকে পদক পাওয়ার জন্য যথেষ্ট নয়। তাই প্লেয়ারদের জন্য বলব, যে ওদের আরও পরিশ্রম করতে হবে।’

প্যারিস গেমস থেকে দুই অঙ্কের পদক নিয়ে ভারতে ফিরতে পারতেন দেশের অ্যাথলিটরা। সেই স্বপ্নই দেখছিলেন দেশবাসীরা। কিন্তু তা হয়নি। প্যারিস অলিম্পিক থেকে ভারতীয় অ্যাথলিটরা ৬টি পদক নিয়ে ভারতে ফিরেছেন। এ বার ভারতীয় অ্যাথলিটরা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের স্বপ্ন দেখা শুরু করেছেন। তার জন্য প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছেন দেশের অ্যাথলিটরা।

Leave a Reply