সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকা ফাইনালে পুরো ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। চোটের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার পর কেঁদে ফেলেছিলেন তিনি। এখনও মাঠে ফেরা হয়নি তাঁর। ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার কিংবদন্তিকে বাইরে রেখেই দল সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিরুদ্ধে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার চার দিন পরেই কলম্বিয়ার মাটিতে নামবে নীল-সাদা ব্রিগেড। কিন্তু সেখানে থাকবেন না তাঁদের সেরা ফুটবলার লিওনেল মেসি। কোচ স্কালোনি যে দল ঘোষণা করেছেন, তাতে মেসি নেই। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই নেই অ্যাঞ্জেল দি মারিয়া।
[আরও পড়ুন: ইস্টবেঙ্গল ফ্যানকে কাঁধে তোলা মোহনবাগানির মাকে প্রণামের অঙ্গীকার দেবদূতের, চোখে জল শিলাদিত্যর]
এই দলে নেই পাওলো দিবালাও। কোপা আমেরিকায় তাঁকে দলে না রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। যদিও ট্রফি জিততে অসুবিধা হয়নি আর্জেন্টিনার। কিন্তু স্কালোনিকে নিঃসন্দেহে উদ্বেগে রাখবে মেসির চোট। এমনকী ইন্টার মায়ামির হয়ে লিগ কাপেও নামতে পারেননি তিনি। ১১ বছর এই প্রথমবার মেসি ও দি মারিয়াকে ছাড়া মাঠে নামবে আর্জেন্টিনা। শেষবার ২০১৩ সালে এই দুই মহাতারকা স্কোয়াডে ছিলেন না।
[আরও পড়ুন: RG Kar কাণ্ডে ফুঁসছে গোটা দেশ! বিচার চেয়ে পথে নামছেন সৌরভ-ডোনা]
কনমেবলের যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত ছটি ম্যাচ হয়েছে। সেখানে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে স্কালোনির দল। ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে মেসিরা না থাকলেও একাধিক নতুন ফুটবলার সুযোগ পেয়েছেন এই দলে। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গুইলানো সিমিওনে প্রথমবার ডাক পেয়েছেন। প্যারিস অলিম্পিকের দলে ছিলেন তিনি। এছাড়া ইটালির ক্লাব লাজিওর ভ্যালেন্তিন কাস্তেয়ানোসেরও অভিষেক হতে চলেছে নীল-সাদা জার্সিতে।
The chosen ones for the next two games of the ! pic.twitter.com/dzW9LeDFw5
— Selección Argentina in English (@AFASeleccionEN) August 19, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));